শুক্রবার ( ২২ এপ্রিল) সিলেট নগরের মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতার মাহফিল সিলেটের প্রগতিশীল ধারার নেতৃবৃন্দের মিলনমেলায় রুপ নেয়। এতে দেশ ও জাতির সমৃদ্ধি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদগণ ও শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার সহধর্মিণী শহীদ বুদ্ধিজীবী ডা. আব্দুল আলীম চৌধুরীর কন্যা প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীর আয়োজনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার যশওয়াল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবসহ সিলেট জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালসহ প্রমুখ ব্যক্তিবর্গ।