আজ জাতির পিতার পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্প্রীতি বাংলাদেশপের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, একুশে পদকপ্রাপ্ত জেষ্ঠ সাংবাদিক অজয় দাশগুপ্ত, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, শেখ কামালের বন্ধু তঔরিদ বাদল ও নুরুল আলম।