মহান স্বাধীনতা দিবসে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সম্প্রীতি বাংলাদেশ। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতা-কর্মীরা জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দীর্ঘ জীবনে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন বাঙালি জাতির আত্মপরিচয়ের আশ্রয়স্থল। আজ বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য সত্তা।
এসময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সদস্য সাইফ আহমেদ, তাপস হালদার, বিপ্লব পালসহ প্রমুখ।