বঙ্গবন্ধুর সমাধিতে সম্প্রীতি বাংলাদেশের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে সমাধির বেদিতে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালে তার পরিবারের শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, একুশে টেলিভিশনের সিইও মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক বিমান বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাবেক সভাপতি মিহির কান্তি ঘোষাল, সাবেক যুগ্মসচিব মজিবর রহমান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বিকালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন।
প্রকাশকাল: ০৮ সেপ্টেম্বর ২০১৯