বাংলার মাটি তার শ্যামল বুকে চিরকাল সম্প্রীতিকে ধারণ করে এসেছে, পরিচর্যা করেছে গভীর ভালবাসায়। আবহমানকাল ধরেই এ গাঙ্গেয় অববাহিকা সব মতের-ধর্মের জনগোষ্ঠীকে সমানভাবে বুকে ঠাঁই দিয়েছে, লালন করেছে পরম মমতায়। মধ্যযুগে মুসলিম শাসনামলে বাদশাহী পৃষ্ঠপোষকতায় বৈষ্ণব কবিরা পদাবলী কীর্তন রচনা করেছেন। বৌদ্ধ ধর্মানুসারী পাল রাজারা শাক্ত এবং বৈষ্ণব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় কখনো বাধা দেননি।
বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির অংকুর তার আবহাওয়ায়, তার লোকায়ত ঐতিহ্যে। নাতিশীতোষ্ণ জলবায়ুতে বেড়ে ওঠা এই বঙ্গভূমির সন্তানেরা শান্তিপ্রিয়। আমাদের হৃদয় চিরকালই সিক্ত সহমর্মিতা, করুণা আর সম্প্রীতির অনিঃশেষ ধারায়। আর তাই, ধর্মীয় দর্শনের মানবিক ও সুকুমার বোধগুলি এই বাংলা সহজাতভাবেই আপনার করে নেয়। আমাদের শত বছরের ইতিহাস জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অন্যের পাশে দাঁড়ানোর ইতিহাস, একের বিপদে অন্যকে উজাড় করে দেওয়ার নিরন্তর কাহিনী।
বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির অংকুর তার আবহাওয়ায়, তার লোকায়ত ঐতিহ্যে। নাতিশীতোষ্ণ জলবায়ুতে বেড়ে ওঠা এই বঙ্গভূমির সন্তানেরা শান্তিপ্রিয়। আমাদের হৃদয় চিরকালই সিক্ত সহমর্মিতা, করুণা আর সম্প্রীতির অনিঃশেষ ধারায়। আর তাই, ধর্মীয় দর্শনের মানবিক ও সুকুমার বোধগুলি এই বাংলা সহজাতভাবেই আপনার করে নেয়। আমাদের শত বছরের ইতিহাস জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অন্যের পাশে দাঁড়ানোর ইতিহাস, একের বিপদে অন্যকে উজাড় করে দেওয়ার নিরন্তর কাহিনী।